বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে দুই বছরের চুক্তিতে ‘ম্যানেজার সিকিউরিটি’ পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। সশস্ত্র বাহিনীতে ন্যূনতম মেজর বা সমমানের পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে ডিজিএফআই, এসএসএফ বা সিকিউরিটি ইউনিট অব আর্মড ফোর্সেসের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞানসম্পন্ন এবং যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীদের মেডিকেলি ফিট হতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স (২৩ এপ্রিল ২০১৭ পর্যন্ত) ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ৮৬ হাজার ৩২০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি দুটি উৎসব ভাতা হিসেবে ৪৯ হাজার ৮৮০ টাকা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। ছয় কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাজীবন ও চাকরির অভিজ্ঞতার সব সনদপত্রের কপিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে।

আবেদন করার ঠিকানা ‘ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’।