বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের

নানা নাটকীয়তার পর জাতীয় সংসদের বিরোধীয় দলীয় উপনেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এর আগে পার্টির নেতারা সমঝোতায় পৌঁছানোর পর সংসদের বিরোধীয় দলীয় নেতা হিসেবে বেছে নেয়া হয় কো-চেয়ারম্যান রওশন এরশাদকে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সোমবার সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টি। সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিরোধী দলীয় উপনেতা কে হবেন তা গোপন রাখে দলটি।

আজকের বাজার/লুৎফর রহমান