বিলম্ব ফি ছাড়া ১৫ জুন পর্যন্ত সুপ্রিমকোর্ট বার-এর চাঁদা দেয়া যাবে

সুপ্রিমকোর্টের আইনজীবীরা বিলম্ব ফি ছাড়া আগামী ১৫ জুন পর্যন্ত বার-এর চাঁদা পরিশোধ করতে পারবেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ বাসস’কে জানান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে যারা করোনা পরিস্থিতি জনিত উদ্ভূত কারণে এখনো বারের চাঁদা পরিশোধ করতে পারেননি, তারা আগামী ১৫ জুন পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়াই চাঁদা পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, এছাড়াও যে সকল সদস্য এবছর নতুন সদস্য হয়েছেন তারাও তাদের নতুন সদস্যভূক্তির টাকা ১৫ জুন এর মধ্যে জমা দিতে পারবেন। এক্ষেত্রেও কোন প্রকার জরিমানা আরোপ করা হবে না।

সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিনের সঙ্গে পরামর্শক্রমে সমিতির এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্ট বার-এর সদস্যদেরকে অবহিত করা হয় বলে সম্পাদক ব্যারিস্টার কাজল জানান।