বিশিষ্ট চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহফুজুর রহমান খান।

এর আগে গত ২৫ নভেম্বর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

তার পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বাদ জুমা রাজধানীর চকবাজার শাহী মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলা চলচ্চিত্রে অসাধারণ চিত্রগ্রহণের জন্য মাহফুজুর রহমান খান নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।