বিশেষ নাটকে ৩ নারী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘প্রেরণায় নারীর গল্প’শিরোনামের আয়োজনে ৩ দিনব্যাপী ৩ নারী নির্মাতার বিশেষ নাটক প্রচার করছে আরটিভি। আজ বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত নাটকগুলো দেখা যাবে।

জানা গেছে, ‘শিখার কথা’ , ‘খোলা চিঠি’ ও ‘রূপ অরূপের গল্প’ শিরোনামের ৩ নাটকে উঠে এসেছে সমসাময়িক নারীদের নানা প্রসঙ্গ। যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা।

আজ বৃহস্পতিবার প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘শিখার কথা’। ইফফাত আরেফিন মাহমুদের রচনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। আরো আছেন মামুনুর রশীদ, জোভান, তানজিন তিশা, সুজাত শিমুল, অরুণা হায়দার প্রমুখ।

এছাড়া মতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় ‘খোলা চিঠি’ প্রচার হবে শুক্রবার রাতে। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ।

আর শেষ দিনের নাটক ‘রূপ-অরূপের গল্প’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও সজল।

আজকেরবাজার/এসকে