বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দর

বিশ্ববাজারে স্বর্ণের দর এতো দিন ঊর্ধ্বমুখি থাকলেও সম্প্রতি তা কমেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধ ঘোষণায় স্বর্ণের দর কমেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ মে)  স্বর্ণের দর কমে গত পাঁচ মাসে সর্বনিম্ন হয়েছে। তবে এর বিপরীতে বেড়েছে ডলারের দর। খবর রয়টার্সের।

এদিন বিশ্ববাজারে স্পট স্বর্ণের দর দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি এক হাজার ২৮৩ ডলার হয়। আর যুক্তরাষ্ট্রে আউন্সপ্রতি দশমিক ৭ শতাংশ কমে হয় এক হাজার ২৮২ ডলার।

তবে উভয় দেশের বাণিজ্য যুদ্ধ শিথিল হওয়ার ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দর।

রাসেল/