বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ভলিবল লীগ

১০ দল নিয়ে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ।
বুধবার পল্টনস্থ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিবর্ষের’ এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন।

উদ্বোধনী ম্যাচে গত আসরের যৌথ চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আনসার। একই দিন আরেক শিরোপাধারী তিতাস ক্লাবের মোকাবেলা করবে ঢাকা সবুজ।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ খান রানা এ সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারী ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। আগামী ২৮ জানুয়ারি শেষ হবে এই টুর্নামেন্ট।

গ্রুপ এ: তিতাস ক্লাব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ক্লাব, বাংলাদেশ জেল ও ঢাকা সবুজ।
গ্রুপ বি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ওয়ারি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।

আজকের বাজার/লুৎফর রহমান