বুড়িগঙ্গায় বালিবাহী কার্গোডুবি, ৪ জনের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বালিবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় শুক্রবার ভোরে চারজনের লাশ উদ্ধার করেছে শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বাবু (১৯), একই জেলার নেসারাবাদ থানা এলাকার মোস্তফা (৫৫) ও মহিবুল্লাহ (৬০) এবং ঝালকাঠি জেলার নলসিটি এলাকার লুৎফর রহমান (৪০)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকায় আফাজ ডগইয়ার্ডে ‘তসলিম-১’ নামে একটি বালিবাহী কার্গো জাহাজ মেরামত করার জন্য অপেক্ষমাণ ছিল। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কার্গোটি বুড়িগঙ্গা নদীতে আকস্মিকভাবে ডুবে যায়। এসময় কার্গোর সারেং ও মাস্টার সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার কর্মচারী ঘুমন্ত অবস্থায় নদীর পানিতে ডুবে মারা যায়।

শ্যামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, কার্গো জাহাজডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। শুক্রবার ভোর ৬টার দিকে চারজনের লাশ উদ্ধার করে তারা।

পরে নিহতদের লাশ জাজিরা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।