বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু হচ্ছে। থাইল্যান্ড হবে এবার মেলায় পার্টনার কান্ট্রি। মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি এমএ লতিফ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ জামাল আহাম্মেদ।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সৈয়দ জামাল আহাম্মেদ বলেন, এ বছর নতুন সংযোজনে আরো বড় পরিসরে আয়োজিত হচ্ছে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় থাকছে চার শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৪৭০টি স্টল। চেম্বার সভাপতি মাহবুবুল আলম জানান, এবারের মেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে থাকছে বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী, থিয়েটার রুম, আলাদা ফুড জোন, গেমিং জোন, বিনোদন আড্ডা ও বসার সুবিধা, অত্যাধুনিক ফোয়ারা, ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি ওপেন প্লাজা।

তিনি আরো জানান, মেলায় প্রতি শুক্রবার বিভিন্ন বিদ্যালয়ের ১শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাসব্যাপী পাঁচ লাখ শিক্ষার্থীর ফ্রি এন্ট্রি সুবিধা, করোনা ভাইরাস সচেতনতায় বিশেষ ব্যবস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মেলা কমিটির কো- চেয়ারম্যান একেএম আকতার হোসেন, মো. জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, চেম্বার পরিচালক আবদুল মান্নান সোহেল, ওমর হাজ্জাজ প্রমুখ।

আজকের বাজার/শারমিন আক্তার