বেক্সিমকোর ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট (বেক্সিমকো) লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ৪৪ পয়সা।

আজ বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৭৩ টাকা ৬২ পয়সা। যা আগের বছর একইসময় ছিল ৮৩ টাকা ৮৪ পয়সা। শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সুত্র: অর্থসূচক