কারাগারে খালেদা জিয়া

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। এই কারাগারেই তাকে রাখা হবে।

এদিকে সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আইনমন্ত্রী আর বলেন, ‘দুর্নীতির আখড়া থেকে পরিত্রাণ পাওয়ার সাফল্য হলো এই রায়।’

আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা আদালত প্রাঙ্গণে পৌঁছান খালেদা জিয়া।

কারাগার ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

গতকাল বুধবার কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া গতকাল থেকেই ওই এলাকায় জনসাধারণের চলাচলেও কড়াকড়ি করা হচ্ছে। আজ এই পথে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কেউ মুখ খুলছে না।

এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন আসামি।

গত ২৫ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন।

আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮