বেঞ্জেমার গোলে সেভিয়া দুর্গ জয় করল রিয়াল মাদ্রিদ

লা লিগায় টানা চার ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেল সেভিয়ার৷ ঘরের মাঠে তাদের হারতে হল রিয়াল মাদ্রিদের কাছে৷ সেভিয়ার আগ্রাসন থামিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে মাদ্রিদ৷

২০১৫ সালের পর সেভিয়ার মাঠে আর জেতা হয়নি রিয়াল মাদ্রিদের।
লিগে এই ম্যাচের আগে শেষ ১৭ ম্যাচেই নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে গোল পেয়েছে সেভিয়া। সবশেষ ২০০২ সালে সেভিয়ার মাঠে নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছিল রিয়াল।

সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে এবার লা লিগা অভিযান শুরু করে রিয়াল৷ পরে ভায়াদলিদ ও ভিয়ারিয়ালের কাছে পর পর দু’টি ম্যাচে আটকে যায় তারা৷ ঘরের মাঠে লেভান্তেকে হারিয়ে স্প্যানিশ লিগে জয়ে ফিরলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি’র কাছে ০-৩ গোলে হারতে হয় জিদানের দলকে৷ সেই হারের ধাক্কা সামলে লিগে ফিরে মাদ্রিদ ১-০ গোলে হারিয়ে দেয় সেভিয়াকে৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন করিম বেঞ্জেমা৷

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ গোলের সুযোগ পেয়েছে বেশ কটি। একটিও অবশ্য কাজে লাগেনি। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে বেনজেমার হেডে সেভিয়ার জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় জিদান শিষ্যরা। কার্বাহালের হাওয়ায় ভাসানো বলে মাথা ছোঁয়ান বেনজেমা।

এ জয়ে লা লিগা পয়েন্ট টেবিলে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাথলেটিকো বিলবাও। আর ১০ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে গ্রানাডা। তালিকায় ৮ নম্বরে আছে কাতালান ক্লাব বার্সেলোনা। বার্সার ঝুলিতে আছে ৭ পয়েন্ট।

আজকের বজার/লুৎফর রহমান