বেতন পাচ্ছে না ফারমার্স ব্যাংকের কর্মীরা

ব্যবস্থাপনা পরিষদের অনিয়মের কারণে চরম আর্থিক সংকটে পড়েছে ফারমার্স ব্যাংক। এমন পরিস্থিতিতে চলতি ডিসেম্বর মাসে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা বেতন পাবেননা বলে জানা গেছে।
নগদ টাকা না থাকায় প্রায় দুই মাস ধরে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ রয়েছে। অন্যদিকে আমানতকারীরা আস্থা সংকটে জমা অর্থ তুলে নিতে তৎপর। এসব কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ।
ব্যাংকটির নির্বাহী কমিটির (ইসি) নতুন চেয়ারম্যান আজমত রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এমন পরিস্থিতিতে চলতি মাসে কারোরই বেতন পরিশোধ সম্ভব হবে না।
তিনি বলেন, নগদ অর্থ সংকটে আমানতকারীদের টাকাই এ মুহূর্তে পরিশোধ করতে পারছি না। কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেব কীভাবে?
আজমত রহমান আরও জানান, চলমান পরিস্থিতিতে ব্যাংকের সব শাখাকে বিতরণকৃত ঋণ আদায় দ্রুততর করার নির্দেশ দেয়া হয়েছে। যে শাখা লক্ষ্যমাত্রা অনুযায়ী টাকা আদায় করতে পারবে, সে শাখার বেতন-ভাতা দ্রুত পরিশোধ করা হবে।
জানা গেছে,যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয় ফারমার্স ব্যাংক। তাদের বেতন বাবদ প্রতি মাসে ব্যাংকটির ব্যয় হয় ৫ কোটি টাকারও বেশি।

ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ব্যাংকটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র তিন সপ্তাহের মাথায় গতকাল মঙ্গলবার অপসারিত হয়েছেন প্রতিষ্ঠানটির এমডি এ কে এম শামীম। অনিয়ম, দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮