‘বৈজ্ঞানিক উপায়ে ৭ কলেজ নিয়ে সমস্যা সমাধান হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাত কলেজের অধিভুক্তি হয়েছে। তাই সাত কলেজের সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা হয় এই জন্য বৈজ্ঞানিক উপায়ে ১৫ দিনের মধ্যে এটির সমাধান করা হবে। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তবে বৈজ্ঞানিক উপায়টা কি হবে সে বিষয়ে তিনি কিছু পরিষ্কার করেননি।এছাড়া সাত কলেজের সমস্যা সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ঢাবি উপাচার্য।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ৬-দিনের এক সরকারি সফর শেষে আজ মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন।

আজকের বাজার/এমএইচ