ব্রক্ষ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মার পানি সমতল হ্রাস পেতে পারে

আগামী ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় এবং উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে সুরমা, কুশিয়ারা, কংস, মনু, খোয়াই, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
ব্রক্ষ্মপুত্র-যমুনার পানি সমতল হ্রাস পাচ্ছে এবং গঙ্গা-পদ্মা স্থিতিশীল আছে। অপরদিকে, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
বিগত ২৪ ঘন্টায় দেশের পর্যবেক্ষণাধীন ৯৩টি পানি সমতল স্টেশনের ৪১টি পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ৪৩টির পানি সমতল হ্রাস পেয়েছে। পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৬টির, তথ্য পাওয়া যায়নি ৩টির।
গত ২৪ ঘন্টায় নওগাঁয় ১৪০ মি.মি., সুনামগঞ্জে ১০০ মিমি, মহেশখোলায় ৭৮ দশমিক ২ মিলিমিটার, মাদারিপুর ৭০ মিলিমিটার, রাঙ্গামাটিতে ৬৫ মিলিমিটার এবং নোয়াখালি ৬২ দশমিক ৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।