ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

Activists of the NGO Rio de Paz in protective gear dig graves on Copacabana beach to symbolise the dead from the coronavirus disease (COVID-19) during a demonstration in Rio de Janeiro, Brazil, June 11, 2020. REUTERS/Pilar Olivares

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার ৭০ হাজার ছাড়িয়ে গেছে। তবে দেশটিতে প্রতিদিনের মৃতের সংখ্যা স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৪৫ হাজার আক্রান্ত এবং ১ হাজার ২শ’ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখে এবং মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৪শ’ জনে দাঁড়িয়েছে।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যা অধ্যুসিত ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।
গত ৩৫ দিনে ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটির সাও পাওলো ও রিওডি জানিরো রাজ্যে এ ভাইরাসের সবচেয়ে বেশি বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য দু’টিতে যথাক্রমে ১৭ হাজার ৪শ’ ও ১১ হাজার ২শ’ মানুষ করোনায় প্রাণ হারিয়েছে।