ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার ও দক্ষিণখার গ্রামে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৪ জন আহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামে ঘূর্নিঝড় ১০-১২টি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়।

ঘূর্নিঝড়ে ঘরের মালামাল, ফসলি জমি, গাছপালারসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

এদিকে, ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে রয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান জানান, উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজকের বাজার/একেএ