ব্রাহ্মণবাড়িয়া-২: স্থগিত তিন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

A Bangladeshi woman casts her vote at a polling station in Dhaka, Bangladesh, Sunday, Jan. 5, 2014. Police fired at protesters and more than 100 polling stations were torched in Sunday’s general elections marred by violence and a boycott by the opposition, which dismissed the polls as a farce. (AP Photo/Rajesh Kumar Singh)

গত ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত তিনটি কেন্দ্রে বুধবার পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট কোনোরকম বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।

তিনটি কেন্দ্র হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিন কেন্দ্রে যদি ১০ হাজার ৫৭৪ ভোটারের সবাই ভোট দেন তাহলে বিএনপি প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াকে জয়ী হওয়ার জন্য পেতে হবে ২০৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈনকে ১০ হাজার ৩৬৭ ভোট পেতে হবে জয়লাভ করার জন্য।

আবদুস সাত্তার ও মঈনউদ্দিনের মাঝে থাকা ভোটের পার্থক্য ১০ হাজার ১৫৯, যা তিন কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম। এ জন্য কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হয়েছে।

৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আবদুস সাত্তার পান ৮২ হাজার ৭২৩ ভোট। আর মঈনউদ্দিন কলার ছড়া প্রতীকে পান ৭২ হাজার ৫৬৪ ভোট। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ