ব্রিটেনে ফিরছেন হ্যারি-মেগান

ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে শেষবারের মত রাজকীয় দায়িত্ব পালণ করতে ব্রিটেনে ফিরছেন ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। চলতি মাসের শেষ দিকে তারা ফিরবেন। ফেব্রুয়ারি এবং মার্চে সেখানে ছয়টি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

এরপর আগামী ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের দায়িত্ব ছাড়বেন এই দম্পতি। হ্যারি- মেগানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানীর পক্ষ থেকে হ্যারি-মেগান আর কোনো দায়িত্ব পালন করবে না। তবে পদত্যাগপত্র জমা দেয়ার পর ১২ মাস সেগুলো পর্যবেক্ষণ করা হবে।

চলতি বছরের শুরুর দিকে ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা দেন, তারা রাজপরিবারের উপাধি ‘রয়্যাল হাইনেস (এইচআরএইচ)’ উপাধি আর ব্যবহার করবেন না এবং রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না।

এক বিবৃতিতে তারা জানান, রাজকীয় দায়িত্ব ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিলো না। অনেক ভেবেচিন্তেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কিছু সময় তারা ব্রিটেন, বাকি সময় উত্তর আমেরিকায় কাটাবেন।

এদিকে তাদের আকস্মিক এ সিদ্ধান্তে রীতিমতো হতাশ হয় ব্রিটিশ রাজপরিবার।

আজকের বাজার/এমএইচ