ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট  ৬৪ লাখ ৮০ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে  স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ লাখ ৩৯  হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য  ১৮ কোটি ৮০ লাখ টাকা।

ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির ২৭ লাখ ১১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৩৮ লাখ টাকা।

গ্রামীণফোন ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য  ৯ কোটি ৫৪ লাখ টাকা।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইবিএল, মার্কেন্টাইল ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।