ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চার জাতির টুর্নামেন্টে অংশ নেয় সালমারা। ফাইনালে ভারতীয় ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে শিরোপা জিতল তারা।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান তোলে ভারতীয় শিবির।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অভিজ্ঞ বাংলাদেশের দুই বোলার সালমা খাতুন ও জাহানারা আলম। অধিনায়ক সালমা ৪ ওভারে ১৮ রানে ২টি ও পেসার জাহানারা ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। জাহানারা ও সালমা তিন ওভারেই মাত্র ২ রান দিয়ে তুলে নেন ভারত ‘বি’ দলের প্রথম ৩ উইকেট। শুরুর এ বিপর্যয় আর সামলে ওঠতে পারেনি স্বাগতিকরা।

এর আগে ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। মাত্র ১ উইকেট হারিয়েই ১৪ ওভারে স্কোরবোর্ডে ৮৫ রান তোলে সালমা বাহিনী। কিন্তু মাত্র ৩ বলের মধ্যে সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুনের বিদায়ের পর ব্যাটিংয়ে হিমশিম খায় তারা। সানজিদা ও মুরশিদা দুজনই করেছেন সমান ৩৪ রান। এছাড়া শারমিন ১৩ ও নিগার সুলতানা ১৮ রান করেন।

আজকের বাজার/আরিফ