ভারতের চরম হারের জন্য দায়ী বিরাট কোহলি: শোয়েব আখতার

যে কোনও হারের পর সেই হারের কারণ খুঁজতে চলে বিচার বিশ্লেষণ। মঙ্গলবারই অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

সেই হারের জন্যে ঘুরিয়ে বিরাট কোহলিকেই দায়ী করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। হারের পর্যালোচনায় প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন যদি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান ২৮ ওভারে ব্যাট করতে আসেন তাহলে ততক্ষণে ম্যাচের রাশ অনেকটাই হাতছাড়া হয়ে যায়।

ব্যাটিং অর্ডারে আরও আগে ব্যাট করতে আসা উচিত ভারতীয় অধিনায়কের, এমনটাই মনে করেন শোয়েব। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে খেলা একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচেই ১০ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে শোয়েব আখতার বলেন, “এই হার ভারতের কাছে খুবই বিড়ম্বনার। ভারতীয় দলকে এই হারের বিষয়টি নিয়ে ভাবতে হবে।

২৮ তম ওভারে কোহলির মতো ব্যাটসম্যানের খেলতে আসা উচিত নয়, তাঁর আরও আগে মাঠে নামা উচিত ছিল। হতাশাজনক পারফরমেন্স করেছে ভারত। যেভাবে অস্ট্রেলিয়া ভারতকে গো-হারান হারিয়েছে তার সাক্ষী থাকা অত্যন্ত দুঃখজনক”।

আজকের বাজার/লুৎফর রহমান