ভারতের চিকিৎসা পরিষেবা অচল

ভারতের সংসদে জাতীয় মেডিক্যাল বিল পেশ করার প্রতিবাদে আজ ডাক্তারদের ধর্মঘটে চিকিৎসা পরিষেবা অচল হয়ে গিয়েছে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তব্য, ন্যাশনাল মেডিক্যাল বিলের একটি ধারায় চিকিৎসা পরিষেবার উন্নয়নের নামে হাতুড়ে ডাক্তারদেরও লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। এটি সংশোধনের দাবিতে আইএমএ’র ডাকে আজ বুধবার সকাল ৬টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা ডাক্তারদের ধর্মঘটে সারা দেশে চিকিৎসা পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে।

পশ্চিমবঙ্গেও একই অবস্থা। জরুরি চিকিৎসা চালু রাখার কথা বলা হলেও কোন চিকিৎসক হাসপাতালে না যাওয়ায় হাজার হাজার রোগী ও তাঁদের বাড়ির লোকজন চরম দুর্ভোগের মুখে পড়েন।

আজকের বাজার/লুৎফর রহমান