ভারতের নাগরিকত্ব চান জয়া

অভিনেত্রী জয়া আহসান। ছোট পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে নাম লিখিয়ে ছিলেন বড় পর্দায়। সেখানোও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশে চলচ্চচিত্রে অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন ওপার বাংলাতেও। কুড়িয়েছেন বেশ প্রশংসাও। নতুন নতুন চলচ্চিত্র নিয়ে দুই দেখেই ব্যস্ত তিনি।

এদিকে ভারত সরকারের অনুমতি পেলে সেদেশের নাগরিকত্ব নিতে চান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবেলা’য় দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভারতের নাগরিকত্ব নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘সে অপশনটা তো নেই। যদি নেওয়া যেত, তবে আমি অবশ্যই নিতাম। কিন্তু ভারতবর্ষ সেটা আসলে পারমিট করছে না। যে কারণে আমার পক্ষে, যতই আমি আসলে দুটো পাসপোর্ট ক্যারি করি, কি একটা পাসপোর্ট ক্যারি, মনে প্রাণে আমি আসলে বাংলার মানুষ। সেটা এ বাংলা, ও বাংলা মিলে আসলে যে বাংলা, সে বাংলার মানুষ।’

জানুয়ারির ৪ তারিখ মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘বিজয়া’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে তিনি অভিনয় করেছেন পদ্মা চরিত্রে। সম্প্রতি ছবির প্রচারণায় ওপার বাংলায় গিয়ে কলকাতার প্রতি তার ভালোলাগার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

আজকের বাজার/এমএইচ