ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বিষয় নিয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাম্প্রতিক কালে সর্বাধিক আলোচিত তিনটি বিষয় নিয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমস-এর একটি বার্ষিক অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনটি বিপুল আলোচিত ও বিতর্কিত বিষয় বেছে নিয়েছিলেন। প্রথমেই নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে তিনি বলেন, কিছু দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। ভারতীয় নাগরিকত্ব পেলে তাঁরা সুদিনের মুখ দেখতে পারেন। দ্বিতীয়ত, মোদী বলেন, সুপ্রিম কোর্টের অযোধ্যা নিয়ে রায়ের আগে এ ব্যাপারে নানা ধরনের সম্ভাব্য প্রতিক্রিয়া ও সন্দেহের সৃষ্টি হয়েছিল। রায় বেরোনোর পরে দেখা গেল সেগুলো ছিল অমূলক।

সবশেষে তাঁর বক্তব্য ছিল কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা সম্পর্কে। প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে কঠিন বলে মনে হলেও এর ফলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষের মধ্যে উন্নয়নের নতুন আশা জাগিয়েছে। তাৎপর্যজনক ভাবে আজকের দিনেই যে হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তার কোনও উল্লেখ করেননি নরেন্দ্র মোদী।ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান