ভারতের মহারাষ্ট্রে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সব ধরণের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। খবর বিবিসি বাংলা’র।

শনিবার (২৩ জুন) থেকে দোকান-বাজার-রেস্তোরাগুলিতে প্লাস্টিকের ব্যাগ বা বোতল অথবা থার্মোকলের বাসন, কোনও কিছুই আর ব্যবহার করা যাবে না ওই রাজ্যে।

এই প্রথম ভারতের কোন বড় রাজ্যে আইন করে প্লাস্টিক নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে কাউকে নিষিদ্ধ প্লাস্টিক বহন করতে দেখলে তার জন্য মোটা অঙ্কের জরিমানা ধার্য করেছে সরকার।

আইন অনুসারে, প্রথমবারের জন্য ৫ হাজার আর দ্বিতীয়বারের জন্য ১০ হাজার টাকা। তারপরেও একই ব্যক্তি যদি প্লাস্টিক ব্যবহার করে ধরা পড়েন, তাহলে তিনমাসের জেল।

সারা রাজ্যেই কর্পোরেশন আর পৌরসভাগুলি অভিযান চালাতে শুরু করেছে। আইন পাস হওয়ার পর শুধু নাসিক, সোলাপুর আর পুনে শহর থেকেই জরিমানা বাবদ শনিবার আদায় হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।

মার্চ মাস থেকেই প্লাস্টিক নিষিদ্ধ করার আইন চালু হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের ফলে তা কার্যকর করা যায়নি এতদিন।

আজকের বাজার/একেএ