ভারতের মেঘালয়ে ঢুকতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ভারতের অসাম রাজ্যে এনআরসি’র পরিপ্রেক্ষিতে মেঘালয়ে ঢুকতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এখন থেকে যে কোন বহিরাগত ২৪ ঘন্টার বেশি সময়ের জন্য থাকতে চাইলে ঢোকার সময় বৈধ পরিচয়পত্র সহ তাঁকে নাম রেজিস্ট্রি করাতে হবে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং জানিয়েছেন, রাজ্যের উপজাতিভুক্ত নাগরিকদের নিরাপত্তার জন্য এবং যাঁরা বাইরে থেকে আসবেন তাঁদের সুবিধার জন্য বিধানসভায় এই বিল পাশ হয়েছে। এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়ার ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উদ্বাস্তুদের ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসমের লাগোয়া সবকটি রাজ্যেই নাগরিকদের মধ্যে এ নিয়ে প্রবল অসন্তোষ দেখা যাচ্ছে। অনুমান, মেঘালয়ে সেই ক্ষোভ চাপা দিতেই এই আইন প্রণয়নের কথা ঘোষণা করা হলো।
সূত্র:ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান