ভারতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

ভারতে গত ৩০ জানুয়ারি প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর রবিবার সেখানে এক দিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ হাজার ৯১২ জন শনাক্ত এবং ৬১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

গত ২ জুলাই ২২ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে রবিবার।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) দেয়া তথ্য অনুসারে, ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ১৯ হাজার ৬২৮ জন।

এছাড়া দেশটিতে এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।