ভারতে করোনাভাইরাসে একজনের মৃত্যু

ভারতের কর্নাটকে প্রথম ৭৬ বছর বয়সের এক ব্যক্তি দু’দিন আগে করোনাভাইরাসে মারা গেছে। রাজ্য সরকার বৃহস্পতিবার একথা জানায়।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি. রামুলু এক টুইটে করোনাভাইরাসে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করা, আইসুলেশন এবং অন্যান্য ব্যবস্থা যথানিয়মে অনুসরণ করা হয়েছে।
কেন্দ্রীয় স¦াস্থ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নয়া দিল্লিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, এই ব্যক্তি ২৯ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করেছেন এবং টেস্টে তার করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
কর্মকর্তা বলেন, সংক্রমিত ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি হায়দারাবাদে পৌঁছেন এবং কর্নাটকের কালাবুরাগি যান। সেখানে তিনি একজন প্রাইভেট ডাক্তারের চিকিৎসা গ্রহন করেন, অবস্থার উন্নতি না হওয়ায় পরে তিনি হায়দারাবাদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার তার মৃত্যু হয়। তার মৃতদেহ সৎকারে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্নাটকে আরো ৫ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে এবং ভারতে এই সংখ্যা মোট ৭৪ জনে দাঁড়িয়েছে।