ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে : স্বাস্থ্য মন্ত্রণালয়

NEW DELHI, INDIA - MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility amid concerns of infection, on day 7 of the 21 day nationwide lockdown imposed by PM Narendra Modi to check the spread of coronavirus, at Nizamuddin West on March 31, 2020 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনের হিসাবে এদিন আক্রান্তের সংখ্যা এক লাফে ৬০ হাজার এবং মৃতের সংখ্যা ৯শ’ অতিক্রম করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ৩০ হাজার এবং মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। তবে, অনেক বিশেষজ্ঞ ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সরকারি এ পরিসংখ্যানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন, দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।