ভারতে করোনা আক্রান্ত ৭৯ লাখ ছাড়িয়েছে

ভারতে গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় করোনাভাইরাসে সর্বশেষ এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের আশপাশে রয়েছে, খবর এপি।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৫০ হাজার ১২৯ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য দিয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রন্তের সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে।

সেই সাথে গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন মারা গেছেন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা সাত লাখের কম। এছাড়া, ৭১ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে করোনা শনাক্ত এবং মৃতের সংখ্যা  হ্রাস পেয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত।

গত মাসে, ভারতে এক দিনে প্রায় এক লাখের কাছাকাছি শনাক্ত হয়েছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে আক্রান্ত প্রায় অর্ধেক এবং মৃত্যু প্রায় এক তৃতীয়াংশ কমেছে।