ভারতে গভীর কূপ থেকে ১১০ ঘন্টা পর মৃত শিশু উদ্ধার

ভারতে গভীর কূপে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নলকূপে চারদিনের বেশি সময় আটকে থাকার পর মঙ্গলবার শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির নাম ফতেবীর সিং। তাকে উদ্ধারে বিলম্বের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করে।
বৃহস্পতিবার পাঞ্জাব রাজ্যের সাংগুর জেলায় খেলার সময় শিশুটি ১১০ ফুট গভীর কূপে পড়ে যায়। তার এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরিত্যক্ত কূপটি মাত্র ২৩ সেন্টিমিটার চওড়া। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শিশুটিকে উদ্ধারে বেশ কয়েকজন কর্মী ও স্বেচ্ছাসেবী প্রাণপনে চেষ্টা চালায়। অভিযানটি স্থানীয় বাসিন্দা ও টেলিভিশনের ক্যামেরায় ধারণ করা হয়।
রাজ্যের আইনপ্রণেতা বিজয় ইন্দ্র সিংহ বলেন, ‘শিশুটি বেঁচে নেই। জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সদস্যরা ভোর পাঁচটায় শিশুটিকে উদ্ধার করেছে।’
শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হলেও তার কাছে কোন খাবার বা পানি পাঠানো যায়নি। উদ্ধারের পর তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে রাজধানী ছত্তিশগড়ের একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ওই কূপের সমান্তরাল একটি সুড়ঙ্গ তৈরি করে ৩৬ ইঞ্চি চওড়া একটি পাইপ তাতে স্থাপন করে শিশুটির কাছে পৌঁছতে চেষ্টা চালায়।
গ্রামবাসীরা ব্যর্থ মিশনে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার ঘটনাস্থলে জড়ো হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা অল্প সময়ের জন্য একটি প্রধান রাস্তা অবরোধ করে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কুল্টার সিংয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার অভাবে উদ্ধার অভিযানটি বিলম্বিত হয়েছে।’
শিশুটির পরিবার ১৯৮৪ সালে এই কূপটি খনন করে। তারা এখান থেকে খেতে সেচ দিত। কিন্তু ১৯৯১ সাল থেকে এটি পরিত্যক্ত রয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিং রাজ্যব্যাপী এ ধরনের পরিত্যক্ত খোলা কূপগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার তিনি এক টুইটবার্তায় বলেন, ‘শিশু ফাতবীরের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে সেজন্য এমন খোলা ও পরিত্যক্ত সকল কূপের ব্যাপারে প্রতিবেদন দেয়ার জন্য আমি সকল ডিসিকে (জেলা প্রশাসক) নির্দেশ দিচ্ছি।’
এই ঘটনা এ ধরনের খোলা কূপের ভয়াবহতাই তুলে ধরল। ভারতের উত্তরাঞ্চলে প্রায়ই এ ধরনের কূপ দেখা যায়।
উল্লেখ্য, হরিয়ানা রাজ্যে মার্চ মাচে একটি দেড় বছরের শিশুকে কূপ থেকে উদ্ধার করা হয়। শিশুটি দুই দিন সেখানে আটকা ছিল।