ভারতে চার বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

ভারতে চার বছর কারাভোগের পর সোমবার আট বাংলাদেশি দেশে ফিরেছেন। সন্ধ্যা ৭টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।তারা হলেন-নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান, একই জেলার আকবরের ছেলে ইমরান, হানিফের ছেলে আক্তার হোসেন, জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন, আহামেদ শেখের ছেলে নাছির উদ্দিন, চাঁপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন ও ফেনী জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে চার বছর আগে তারা ভারতে যান। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় সেদেশের পুলিশ তাদের আটক করে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির একপর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ভারত ফেরত ৮ বাংলাদেশিকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান