ভারতে প্রথম দফায় ভোট চলছে

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতে জাতীয় নির্বাচন লোকসভায় ভোটগ্রহণ চলছে। দেশটির আইনসভার নিম্নকক্ষের মোট ৫৪২ আসনের মধ্যে আজ বৃহস্পতিবার প্রথম দফায় মোট ৯১টি আসনে হচ্ছে এই ভোটগ্রহণ।

গত ১০ মার্চ সাত দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। গোটা দেশের ৯১টি কেন্দ্রে নির্বাচন হবে। সব মিলিয়ে ১২৭৯ জন প্রার্থী লড়াই করছেন। তাঁদের মধ্যে ৮৯ জন মহিলা প্রার্থী। মোট প্রার্থী সংখ্যার সাত শতাংশ মহিলা প্রার্থী।

এই দফায় যে সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন হবে, তার মধ্যে রয়েছে গাজিয়াবাদ, কাইরানা, মজফ্ফপুর, নাগপুর-সহ একাধিক কেন্দ্র।

অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রথম দফাতেই সব আসনে নির্বাচন হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচনও হবে।