ভারতে বন্ধ হলো টিকটক

চীনা কোম্পানির মালিকানাধীন টিকটক ভিডিও অ্যাপ বন্ধে গুগল ও অ্যাপলকে নির্দেশ দিয়েছে ভারত সরকার।

এর মাধ্যমে পর্নোগ্রাফি ছড়াতে পারে বলে সম্প্রতি দেশটির একটি আদালত উদ্বেগ প্রকাশ করার পর এমন নির্দেশ দিয়েছে সরকার।

বিশ্বজুড়ে এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ কোটি। ভারতেই এই্ অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিরও বেশি। গত ৩ এপ্রিল চেন্নাইয়ের উচ্চ আদালত অ্যাপটি বন্ধের নির্দেশ দেয়।

অ্যাপটির মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স মঙ্গলবার আপিল করলেও উচ্চ আদালত তা গ্রহণ করেনি।

তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করে কথার সাথে নিজেদের ঠোট মিলিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে তা শেয়ার করা যায়। এছাড়া নিজেদের পছন্দের গানের সাথে নাচ বা নানা ধরনের কমেডি তৈরিও সম্ভব এ অ্যাপটির দ্বারা।

শিশুদের কাছ থেকে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রে টিকটককে জরিমানা করা হয়।