ভারত সফর সম্পর্কে যা বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে আমরা কিছুই বলিনি। আমরা আমাদের দেশকে বহির্বিশ্বে ছোট করতে চাই না। রোহিঙ্গা সমস্যা সমাধানে কথা বলতে ভারতে গিয়েছি। আমরা নালিশ করতে যাইনি।

আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেখানে জাতীয় স্বার্থ নিয়ে বক্তব্য রেখেছি। দেশে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অপরকে আক্রমণ করি। রাজনৈতিক ভাষায়ও করেন আবার অনেকে অনেক সময় অরাজনৈতিক ভাষাও করেন।

ভারত সফর সম্পর্কে কাদের বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কথাও আমরা বলিনি। আমাদের দেশকে আমরা ছোট করতে চাই না। নালিশ করিনি, নালিশ করতে যাইনি। গিয়েছি আমাদের জাতীয় স্বার্থের কথা বলতে। গিয়েছি রোহিঙ্গাদের পাশে ভারতের সাপোর্ট আরো কন্টিনিউ করতে। একাত্তরে যেমন ভারত আমাদের পাশে ছিলো, সংকটেও আজকে ভারত আবারো আমাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা ভারতে ক্ষমতাসীন দলের সাথে বৈঠক করেছি। কয়েকজন মন্ত্রী, সামরিক, বেসামরিক, আমলাসহ সবার উপস্থিতিতে আমরা ডিনারে অংশ নিয়েছি। ভারত সরকারকে বলেছি, আমাদের উত্তরের জনপদ শুকিয়ে যাচ্ছে। পানির জন্য হাহাকার। অনুরোধ করেছি, ভারতের প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে তিস্তা নদীর পানি বণ্টন, আমাদের ন্যায়সংগত হিস্যা এবং সীমান্তচুক্তি সংক্রান্ত বিষয়ে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, বিএনপিকে নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই। তারা নিজেরা নিজেরাই চোরাবালিতে আটকে আছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সভায় আরো বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আজকেরবাজার/এসাআই/এস