ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার উপরে বইছে তিস্তার পানি।

নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত কয়েকদিন ধরে ওঠা- নামা করলেও বিপদসীমা ছাড়ায়নি তিস্তার পানি।

পানি বাড়ায় ব্যারেজের সবকটি গেইট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ৭টি এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি।