ভালোই দিন কাটাচ্ছেন পরীমনি

ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনির বছরের শুরুটা বেশ ভালই হয়েছে । তার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সিয়াম আহমেদকে। এরইমধ্যে ছবিটির প্রকাশিত গান প্রশংসিত হয়েছে। এছাড়া একই নায়কের বিপরীতে বছরের শুরুতে আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতেও কাজ করবেন পরীমনি। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি নির্মিত হচ্ছে প্রখ্যাত লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। সুন্দরবনের বিভিন্ন লোকেশনে আগামী ১৩ই মার্চ থেকে ছবিটির শুটিং এর অংশ নিবেন তিনি।

শুধু এখানেই থেমে থাকেনি অভিনেত্রীর এ বছরের যাত্রা। আজ থেকে ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের আরো একটি সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে কাজ করছেন পরীমনি। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে সকাল থেকেই ছবিটির দৃশ্যধারণ করা হচ্ছে। একটি আবেগঘন দৃশ্যের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু করেন পরীমনি। ছবিটি নিয়ে তিনি বলেন, সিনেমায় আমার চরিত্রের নাম বিন্তী। একটি আবেগঘন দৃশ্যে অভিনয় করেছি আজ। আশা করছি ভালো একটি চলচ্চিত্র পাবে দর্শক।

ছবিটি নিয়ে পরিচালক হৃদি হক বলেন, মঙ্গলবার থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকে শুরু হয়েছে। এখানে আমরা ছোট একটা লটের কাজ কররো। তারপর পুরোদমে কাজ শুরু হবে। এটি আমার প্রথম সিনেমা। তাই বিশেষ যত্ন নিয়ে সিনেমার কাজটি করতে চাই। আশা করি মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো। এজন্য আমি সবার সহযোগিতা চাই। উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি।

আজকের বাজার/শারমিন আক্তার