ভুয়া রিপোর্ট তৈরির দায়ে জেকেজি নিষিদ্ধ

নমুনা সংগ্রহ ও কেন্দ্র স্থাপন করতে পারবে না জেকেজি।
করোনাভাইরাসের উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেয়ার দায়ে জেকেজি হেলথ কেয়ারকে নিষিদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরফলে নমুনা সংগ্রহ ও কেন্দ্র স্থাপন করতে পারবে না স্বেচ্ছাসেবী সংগঠনটি।

গেল এপ্রিলে বুথ স্থাপন করে বিনামূল্যে নমুনা সংগ্রহের জন্য জেকেজিকে অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা ও নারায়ণগঞ্জের ছয়টি স্থানে ৪৪টি বুথ থেকে দৈনিক তিনশ থেকে সাড়ে তিনশ জনের নমুনা সংগ্রহ করতো সংগঠনটি। পরে তা সরকার নির্ধারিত করোনা শনাক্তকরণ ল্যাবে পাঠাতে হতো। কিন্তু দীর্ঘ দিন ধরেই বাসা-বাড়িতে গিয়ে অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা ছাড়াই রিপোর্ট তৈরি করে দিয়ে আসছিল জেকেজি।

গতকাল মঙ্গলবার সংগঠনটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।