ভেজাল পণ্য বন্ধে সচেতনতা জরুরি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভেজাল পণ্য বন্ধে শুধু অভিযান চালালে হবে না এজন্য সচেতনতাও জরুরি।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কনফারেন্স রুমে দৈনিক সমকালের আয়োজিত নকল বা অবৈধ পণ্যের বিরুদ্ধে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’ শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করে তিনি এ মন্তব্য করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ভেজাল পণ্য বন্ধে শুধু অভিযান পরিচালনা করলে হবে না; ভেজাল পণ্য বর্জনে সচেতনতা জরুরি, ক্যাম্পেইন করা জরুরি।’ এসময় সমকালের এমন উদ্যোগকে সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, ভেজাল পণ্য সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই এটাকে প্রধান গুরুত্ব দিয়ে ভেজাল পণ্য বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ক্যাব সভাপতি গোলাম রহমান, র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, এনবিআর সদস্য মো. মেফতাহ উদ্দিন খান, বিএটি চেয়ারম্যান গোলাম মঈন উদ্দিন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি কেদার লেলে প্রমুখ।

আজকের বাজার/এ.এ