ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গার ঘটনায় ২৩জন নিহত

ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যে জেলে দাঙ্গায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।

শুক্রবার (২৪ মে) কারাবন্দি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

দাঙ্গায় আক্রান্ত ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০জন বন্দিকে গাদাগাদি করে রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন, সংঘর্ষে অন্তত ১৮ জন নিরাপত্তারক্ষী আহত হন। কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

২০১৭ সাল থেকে দাঙ্গায় ভেনেজুয়েলায় ১৩০জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলে বন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এছাড়া, মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।