ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ও সংশ্লিষ্টদের মধ্যে। এদিকে গত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায়।
তবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবারও যথারীতি স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এসোসিয়েশন যৌথভাবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। তবে, এই ৬ দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
তিনি আরো জানান, গত ৬ দিনে সরকার প্রায় ১২ কোটি রাজস্ব হারিয়েছে।
আজকের বাজার: সালি / ০১ নভেম্বর ২০১৭