ভোলার বোরহানউদ্দিনে দুদকের গণশুনানি

জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ দুদুকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এখানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম উন্নয়নের মডেল। আগামী ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৩০টি সমৃদ্ধ দেশের তালিকাভুক্ত হওয়ার কঠিনতম চ্যালেঞ্জে অংশ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেলেও পুরোপুরি মুক্তি দিতে পারেননি। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির পথে এগুচ্ছি। তিনি আরো বলেন, সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সকল মৌলিক অধিকার পূরণ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে। এছাড়া আমাদের সকল অর্জনকে ম্লান করে দেয় দুর্নীতি। তাই এখনই দুর্নীতিকে না বলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজীর সভাপতিত্বে শুনানিতে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাহার মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান