ভোলার বোরহানউদ্দিনে ৭৮টি পরিবার নতুন বিদ্যুত সংযোগ পেয়েছে

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ৭৮টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে। রোববার রাতে ইউনিয়নের উদয়পুর এলাকায় নতুন গ্রাম বিদ্যুতের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। নতুন এ পৌনে ১ কিলোমিটার বিদ্যুত লাইন স্থাপনে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখা, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার, বোরহানউদ্দিনের পৌর মেয়র রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

এখানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগের ফলে আজ পল্লীর প্রত্যন্ত এলাকা আলোকিত হচ্ছে। এর মাধ্যমে মানুষের জীবন মান উন্নত হচ্ছে এবং নিত্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।