ভোলায় অবৈধ কোচিং সেন্টার পরিচালনার দায়ে ৫ শিক্ষকের কারাদন্ড

জেলা শহরের পাখিরপুল এলাকায় রোববার রাত সাড়ে ৭টায় অবৈধ কোচিং সেন্টার পরিচালনার দায়ে আদর্শ শিক্ষালয়ের ৫ শিক্ষককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- বিবি ফাতেমা, জান্নাতুল ফেরদোউস, (১) ও জান্নাতুল ফেরদোউসকে (২) ৩ দিন ও ফজলে আলম এবং মো. ইব্রাহিমকে ৭ দিনের দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।

এর আগে শহরের সদর রোডে নিষিদ্ধ গাইড বই রাখার অপরাধে ৩টি লাইব্রেররকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাসান বুক হাউসকে ২ হাজার টাকা, বাবুল লাইব্রেরিকে ২ হাজার ও পাঠশালা বুক সেন্টারকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এসময় হাসান বুক হাউসের গোডাউন থেকে ১০ হাজার পিস গাইড বই জব্দ করে তা সীলগালা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।