ভোলায় ১০টি গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক টানেল স্থাপন

ভোলা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যাল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ‘স্বয়ংক্রিয় জীবানু নাশক টানেল’ স্থাপন করা হয়েছে।

আজ দপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন।
এমপি শাওনের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়েছে। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।

এমপি শওন বলেন, প্রাধান মন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব ‘স্বয়ংক্রিয় জীবানু নাশক টানেল’ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু।