ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭২ হাজার টাকা জরিমানা

দিনাজপুর জেলা শহরের বিভিন্নস্থানে আজ ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অনিয়মের দায়ে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এ ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মাহফুজুল আলম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়া দাস, মোবারক হোসেন ও ফয়সাল হাবিব।

তিনি জানান, শহরের বাহাদুর বাজার, চকবাজার, গুদরিবাজার, মর্ডানমোড় ও নিমতলামোড়ে বিভিন্ন মুদিদোকান ও ওষুধের ফার্মেসিসহ মোট ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তিনহাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।আদায়কৃত জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান