ভয়াবহ হারিকেনে পরিণত হচ্ছে হামবার্তো

হারিকেন হামবার্তো আরো ঘনিভূত হয়ে মঙ্গলবার ৩ মাত্রার ভয়াবহ ঝড়ে রূপ নিচ্ছে। এটি বারমুডার কাছ দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টিপাতের হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র থেকে একথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিয়ামিভিত্তিক এনএইচসি জানায়, ‘হারিকেনটি বুধবার রাত নাগাদ বারমুডায় আঘাত হেনে বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে।’

কেন্দ্রটি আরো জানায়, আগামীকাল হারিকেনটির তীব্রতার মাত্রা কিছুটা ওঠা-নামা করতে পারে। তবে বৃহস্পতিবার দিনব্যাপী হামবার্তো ভয়াবহ হারিকেনরূপে তান্ডব চালাবে।

স্থানীয় সময় রাত ৮টার দিকে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫ মাইল (১৮৫ কিলোমিটার) এবং এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১২ মাইল বেগে অগ্রসর হচ্ছে।

আজকের বাজার/এমএইচ