মধ্য-সেপ্টেম্বর নাগাদ বিক্রি না করলে ‘ব্যবসার বাইরে’ থাকবে টিকটক : ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, চীনা মালিকানাধীন ব্যাপক জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আগামী ১৫ সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোন প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করলে এটি যুক্তরাষ্ট্রে ‘ব্যবসার বাইরে’ থাকবে। খবর এএফপি’র।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, অ্যাপটি বিক্রির জন্য ‘আমি আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করে দিয়েছি। এক্ষেত্রে তা না হলে যুক্তরাষ্ট্রে এটি আর ব্যবসা করতে পারবে না।’
মাইক্রোসফট বা অন্য কোন কোম্পানি অ্যাপটি কিনতে সমর্থ না হলে এটি ১৫ সেপ্টেম্বরের পর বন্ধ করে দেয়া হবে।’