মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল

মরে গেলেও আসন্ন জাতীয় নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘যেকোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হোক না কেন ঐক্যফ্রন্ট যেকোনো মূল্যে নির্বাচনে অংশ নেবে।’

সোমবার, ১৭ ডিসেম্বর রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সাথে দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ড. কামাল।

তিনি অভিযোগ করেন, কমিশন নিজেদের ওপর ন্যস্ত ক্ষমতার ব্যবহার করছে না।

কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে সংস্থাটিকে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্ট প্রধান।

এর আগে ড. কামালের নেতৃত্বে জোটের একটি প্রতিনিধিদল সিইসির সাথে সাক্ষাৎ করতে দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবনে গিয়ে পৌঁছান। দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মোস্তফা মহসিন মন্টু ও খাইরুল কবির খোকন।

ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলটি ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের গ্রেপ্তার, গ্রেপ্তার অভিযানকালে নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতা-কর্মী ও অন্যদের সন্ত্রাসী কার্যক্রমসহ’ ৩১ জেলার বিভিন্ন ঘটনায় সিইসির কাছে কতগুলো অভিযোগ জমা দেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ